বাউফলে বাকি না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম

বাউফলে বাকি না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম

মোঃ দেলোয়ার হোসেন  বাউফল(পটুয়াখালী):পটুয়াখালীর বাউফলে সিগারেট বাকি না দেয়ায় মো. আদম আলী বেপারী নামে এক মুদী মনোহরী ব্যবসায়ীয়েকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মদনপুরা গ্রামে এই ঘটনাটি ঘটে। আদম আলী বেপারী মুদী ব্যবসার পাশাপাশি খন্ডকালীন অটোরিক্সা চালান।
আহত আদম আলী বেপারীর স্বজনরা জানান, খাইরুল(১৭) নামে ১০ম শ্রেণি পড়–য়া এক শিক্ষার্থী প্রায়ই আদম আলী বেপারীর দোকানে গিয়ে বাকিতে সিগারেট চাইত। কিন্তু তিনি সিগারেট বাকিতে বিক্রী করতে রাজি না হওয়ায় তাঁর উপর ক্ষুব্দ হয় খাইরুল। এ ঘটনার জেরে পরিকল্পিতভাবে রবিবার সন্ধ্যায় আদম আলী বেপারী দোকান বন্ধ করার পরে তাঁর অটোরিক্সাটি ভাড়া করে ঘুরতে যায় শিক্ষার্থী খাইরুলসহ তার কয়েক সহযোগী। এরপর বিভিন্ন স্থানে ঘুরে রাত সাড়ে ৯টার দিকে মদনপুরা গ্রামের ওস্তা বাড়ির সড়কে অটোরিক্সাটি থামিয়ে আদম আলী বেপারীর উপর হামলা চালায় খাইরুল হৃদয়শীল সাব্বিরসহ আরো কয়েক যুবক। এতে তাঁর মাথা মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে এ ঘটনার জেরে আজ সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা খাইরুল কে ধরে মারধর করে।
এ বিষয়ে খাইরুলের কাছে জানতে চাইলে সে সিগারেট বাকিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। এছাড়া আর কোনো প্রশ্নের উত্তর দেয়নি খাইরুল।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।